2024-12-15
agartala,tripura
রাজ্য

৩ বছরের মধ্যে গোটা ভারতবর্ষ ভ্রমণ করা দুই যুবকের

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- মনের উদ্যম ইচ্ছা শক্তি ও অধ্যাবসায় থাকলে যে জীবনে অসম্ভব বলতে কিছুই থাকে না, সব কিছুই সম্ভব তারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি ফুটে উঠলো আমাদের তেলিয়ামুড়া মহকুমায় । উল্লেখ্য, “BURN CALORIES NOT FUEL” এই স্লোগান’কে সামনে রেখে ভারতীয় নাগরিক অর্থাৎ পাশ্ববর্তী বহিঃরাজ্য ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ’র দুই যুবক সৌরভ দিবাঙ্গন ও অনিকেশ শর্মা নিজ নিজ মেরুদন্ডের সঙ্গে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা’কে সংযুক্ত করে গোটা ভারত ভ্রমণের উদ্দেশ্যে লক্ষ্য মাত্রা’কে সঙ্গে নিয়ে পদ যাত্রা শুরু করে । মূলতঃ তাঁদের লক্ষ্যই ছিল যতোই সময় লাগোক না কেন সম্পূর্ন পায়ে হেঁটে গোটা ভারতবর্ষের মধ্যে অবস্থিত মোট ২৮ টি অঙ্গ-রাজ্য সহ ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমন করা । প্রতিদিন গড়ে দুই পর্যটক সর্বমোট মিলিয়ে সর্বোচ্চ ৩০ কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করতে পারেন । যদিও পদ যাত্রায় বেড়িয়ে তাঁরা অবশেষে ১০ মাস অতিক্রান্তের পর আমাদের সবুজ আঙিনায় বিদীর্ণ ছোট্ট পাহাড়িময় রাজ্য ত্রিপুরায় এসেছেন মাত্র গত ১ সপ্তাহ পূর্বে । আর এই পদযাত্রায় অবশেষে আজ বুধবার ভোর নাগাদ তেলিয়ামুড়া থানায় এসে কিছুটা বিশ্রাম নেয় দুই ভ্রমণকারী যুবক । পরবর্তীতে ভোর রাতে সংবাদ সংগ্রহে তেলিয়ামুড়া থানায় গিয়ে ভ্রমণকারী দুই যুবকের সঙ্গে কথালাপে জানা যায়— “বিগত ইংরেজী ২০২১ সালের ৭-ই অক্টোবর ছত্তিশগড় থেকে শুরু হয় তাঁদের এই পদযাত্রা । তাদের লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যে গোটা ভারতবর্ষ পুরোপুরি ভ্রমণ করা । যদিও সর্বমোট ১০ মাসে তাঁরা এখনো পর্যন্ত ছত্রিশগড় থেকে বেড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, অরুনাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা পর্যন্ত এই পদযাত্রা চলছে । যদিও এই ১০ মাসে এখনো পর্যন্ত তাঁরা মোট ৮ টি রাজ্য সম্পূর্ণ ভ্রমন করে ফেলেছে । আরও ২০ টি অঙ্গ-রাজ্য ও ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল তাঁদের বাকি রয়েছে । এছাড়াও তাঁদের এই পদ-যাত্রার মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন, গোটা দেশের মধ্যেই জ্বালানি ধীরে ধীরে নিঃশেষিত হয়ে পড়ছে । তৎসঙ্গে দিনের পর দিন প্রতিনিয়তই পরিবেশ দূষণও বৃদ্ধি পেয়ে চলছে । যার দরুন মানুষ দিন দিন অলসতার দিকে ঝুঁকে পড়ছে । তবে তাঁরা সমগ্র দেশবাসী তথা বিশেষতঃ বর্তমান যুবাদের প্রতি একটা বার্তা দিতে চান- আমরা প্রত্যেকে প্রতিদিন যদি নিজেদের বাড়ির আস-পাশ এলাকায় পায়ে হেঁটে নিজেদের নিত্য দিনের কাজগুলো পরিপূর্ণ করার অভ্যাস করতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে ঠিক তেমনি অপরদিকে ক্রমান্বয়ে ক্ষয়িত জ্বালানীর খরচ ও পরিবেশ দূষণ কম হবে”।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service