2025-05-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-চম্পামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এদিনের এই শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের তথ্যসংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।তাছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, মন্ডল যুব মোর্চার সভাপতি চন্দন বনিক, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, স্কুলের প্রধান শিক্ষক সহ এস এম সি কমিটির সমস্ত সদস্য স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। রক্তদান শিবিরে রক্তদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শেষে চম্পামুরা কমলসাগর মন্ডল সদস্য শংকর পালের বাড়িতে ছুটে যান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রিসহ অন্যান্য নেতৃত্ব। দীর্ঘদিন কমলাসাগর মন্ডল সদস্য শংকর পাল শারীরিক অসুস্থতায় ভুগছেন। সে খবর জানতে পেরে এদিন দুপুরে অসুস্থ মন্ডল সদস্য খোঁজখবর নিতে বাড়িতে ছুটে যান মন্ত্রী। দীর্ঘ সময় ধরে পরিবারের লোকেদের সঙ্গে শারীরিক অবস্থার বিষয় খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি রাজ্যের বিজেপি সরকার সর্বদাই শঙ্কর পালের পরিবারের পাশে রয়েছে বলে জানান। যে কোন মুহূর্তে কোন সমস্যা হলে পার্টির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service