জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের দুগ্ধ উৎপাদকদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি-দাওয়াকে সামনে রেখে এবার রাস্তায় নামল সারা ভারত কৃষকসভা অনুমোদিত ত্রিপুরা দুগ্ধ উৎপাদক সমিতি। মোট সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার আগরতলায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সমিতির সদস্যরা। পরে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিক এর সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেয়। এদিনের এই গণডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রীকর এদিন রাজ্যের দুগ্ধ উৎপাদকদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে গুরুতর একটি অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন রাজ্যের দুগ্ধ শিল্প এখন ধ্বংসের মুখে। গোমতীর দুধ এখন আর গাভীর নয়, বাজার থেকে পাউডার কিনে মেশিনে গুলিয়ে তা বাজারে বিক্রি করছে। যে পাউডার গুণগত মানের দিক দিয়ে অনেক ক্ষতিকারক।
রাজ্য
দুগ্ধ উৎপাদক সমিতির বিক্ষোভ ডেপুটেশন
- by janatar kalam
- 2022-07-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this