2025-01-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গুজবের জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার বিকেলের বিমানে দিল্লি থেকে রাজ্যে ফিরেন তিনি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে গত ২৪ ঘণ্টা ধরে রাজ্যে বলছিল জোরদার চর্চা। একাংশ অপপ্রচারকারী সামাজিক মাধ্যমে প্রচার করে দেয় যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নাকি দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এই সংবাদ দিনভর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে দেখা যায়। চলে পক্ষে-বিপক্ষে তরোজার লড়াই। এমন অবস্থায় মঙ্গলবার বিকেলের বিমানে রাজ্যে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিমান থেকে নেমে বিমানবন্দরেই গুজবের জবাব দিলেন তিনি। বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বরখাস্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,রটনায় বিশ্বাস করি না, দলকে বিশ্বাস করি।বিজেপি দলকে বোঝা অত সহজ নয়। ছোট থেকে বড় কর্মকর্তা তৈরি করে বিজেপি দল। বিজেপি দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা দল থেকে চলে যেতে বাধ্য হয়। জনগণই শেষ কথা বলবে।দিল্লি থেকে রাজ্যে ফিরে এমনটাই প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service