জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সারা রাজ্যের ৬০টি বিধানসভার সাথে ১৮ সূর্যমনি নগর বিধানসভা বিজেপি যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে উদযাপন করা হয় কারগিল বিজয় দিবস। সকালে একটি তেরঙ্গা প্রভাতফেরি নিয়ে ঢুকলি বাইপাস রবীন্দ্র সংঘের সামনে থেকে শুরু হয়ে ইচা বাজার পর্যন্ত পরিক্রমা করেছে।কারগিল বিজয়ের ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই গোটা রাজ্যে এই কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা যুব মোর্চা। পাশাপাশি স্মরণ করছে দেশের বীর শহীদদের।এক সাক্ষাৎকারে যুব মোর্চার নেতৃবৃন্দ জানান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, যুব মোর্চার সভাপতি ভুলন সাহা, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্য
যুব মোর্চার তেরঙ্গা রেলি
- by janatar kalam
- 2022-07-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this