জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 75 বছর পূর্তিতে নবরূপে সেজে উঠছে রাজধানীর রাজন্য স্মৃতিবিজড়িত মহারাজা বীর বিক্রম কলেজ। নতুন করে খোলা হল পুরনো হেলথ সেন্টার।চিকিৎসা পরিষেবা দেবে কলেজের এক প্রাক্তনী।বিগত দশ পনের বছর আগে কোনও এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল এমবিবি কলেজের হেলথ সেন্টারটি।একই সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল ক্যান্টিন।যেন ঐতিহ্য হারাতে বসেছে রাজন্য স্মৃতিবিজড়িত পুরনো এই কলেজ।বর্তমান সরকার কলেজ এলামনির সহায়তায় পালন করতে চলেছে এই কলেজের 75 বর্ষপূর্তি অনুষ্ঠান।একই সঙ্গে রাজধানীর সব কয়টি কলেজের প্রিন্সিপালদের নিয়ে গঠন করা হয়েছে একটি কোর কমিটি।বর্তমানে এই কলেজের একজন প্রাক্তন ছাত্র বিশিষ্ট চিকিৎসক ভোলা নাথ সাহা হেলথ সেন্টাটিতে প্রতি সোমবার বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের চিকিৎসা পরিষেবা দেবে।সোমবার হেলথ সেন্টারটির উদ্বোধন করে কথাগুলি বললেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
শিক্ষামন্ত্রী এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষকদের ভুয়সি প্রশংসা করে বলেন, বর্তমানে রাজ্যের বহু স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করছে।আমরা এ ধরনের শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান রাখছি।সরকার তাদের সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানান রতন লাল নাথ।
শিক্ষা মন্ত্রী শ্রীনাথ এদিন পুরো কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেছেন। কলেজের উন্নয়নমূলক কি কি কাজ এখনো বাকি রয়েছে সেগুলি খতিয়ে দেখেই দ্রুত কলেজটির উন্নয়নে পদক্ষেপ নেবেন বলে জানান।
শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন এদিন শিক্ষা মন্ত্রী।বলেন ধীরে ধীরে আমরা শিক্ষক স্বল্পতাও দূরীকরণের দিকে এগুচ্ছি।খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতা দূরীকরণ করা হবে।
Leave feedback about this