জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি থামছেই না কোভিড-১৯ আতঙ্ক, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০হাজার,২৭৯ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪৩লক্ষ,৮৮৮ হাজার,৭৫৫-এ দাঁড়িয়েছে। দৈনিক সংক্রমণের শুক্রবারের পরিসংখ্যানের তুলনায় ১ হাজার,১০০ কম (৫.৩% কম)। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২১ হাজার,৪১১ জন। মোট সক্রিয় সংক্রমণের সংখ্যা ১ কোটি ৫০, হাজারের চিহ্ন অতিক্রম করার একদিন পরই আরও বেড়ে তা ১ কোটি ৫২ হাজার,২০০-তে পৌঁছেছে। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩৬ জন। দেশে এই নিয়ে মোট কোভিডে মৃতের সংখ্যা ৫ লক্ষ,২৬ হাজার,০৩৩। এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মোট মানুষের সংখ্যা ১৮ হাজার,১৪৩ বেড়ে এখন হয়েছে ৪৩ লক্ষ,২১০ হাজার,৫২২। মোট মৃত্যুর হার ১.২০% এবং মৃত্যুর হার ০.৩৫%। সামগ্রিক সুস্থতার হার ৯৮.৪৫%। গত ২৪ ঘণ্টায়, ২.৮ মিলিয়নেরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। যার ফলে দেশে মোট টিকাকরণের সংখ্যা এখন প্রায় ২.০২ বিলিয়নের কাছাকাছি। এর মধ্যে ৯২৯.৪ মিলিয়ন দ্বিতীয় ডোজ এবং ৭১.৮ মিলিয়ন বুস্টার বা তৃতীয় ডোজ। দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযান শুরু হয়েছিল ২০২১ সালের ১৬ জানুয়ারি। এই বছর, ১৭ জুলাই, দেশটি ২০০ কোটি ভ্যাকসিন ডোজের ঐতিহাসিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ১৮ মাসের মধ্যেই এই ব্যাপক টিকাকরণ সম্ভব হয়েছে। এদিকে আগরতলায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে একজন | একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছে 446 জন | নমুনা পরীক্ষা করা হয়েছে 3 হাজার 673জনের | মোট সংক্রমণের হার 12 দশমিক 14 শতাংশ | হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 293 জন | তারমধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত হয়েছে 110 জন, খোয়াই জেলা 12 জন, সিপাহী জলা জেলায় 39 জন, গোমতী জেলায় 53 জন, দক্ষিণ ত্রিপুরা জেলা 115 জন, ধলাই জেলা 35 জন, ঊনকোটি জেলায় 38 জন, উত্তর ত্রিপুরা জেলা 44 জন |
রাজ্য
একদিনে দেশে মৃত্যু 36 জনের আগরতলায় মৃত্যু হল একজনের
- by janatar kalam
- 2022-07-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this