জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা সিআইটিইউ রাজ্য কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় ইউনিয়নের রাজ্য কমিটির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দেসহ ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যের চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী আগস্ট মাসে শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করবে ইউনিয়ন। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় বাগানভিত্তিক সমস্যা নিয়ে আগামী দিন শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংঘটিত করার। এদিনের বৈঠকে রাজ্যের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, রাজ্যের চা শ্রমিকরা এখন নানা সমস্যায় সম্মুখীন। শ্রমিকরা বারবার তাদের দাবি আদায়ের লক্ষ্যে সোচ্চার হলেও সরকার নীরব। কারণ সরকার শ্রমিকদের হয়ে কাজ না করে মালিকপক্ষের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিনি এদিন আরো বলেন, বাগান ভিত্তিক শ্রমিকদের সমস্যাগুলি নির্ধারণ করে ছোট্ট পরিসরে হলেও আন্দোলন সংঘটিত করতে হবে। আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না।
রাজ্য
চা শ্রমিকদের আন্দোলনের বার্তা মানিকের
- by janatar kalam
- 2022-07-24
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this