জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি দফতরে বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির হাজিরা দেবার প্রসঙ্গে সাড়া দেশের সাথে রাজ্যেও আগরতলার নতুন নগর কো-অপারেটিভ স্থিত ইডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেস।এর আগে রাহুল গান্ধি এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। যদিও রাহুল গান্ধিকে একাধিকবার হাজিরা দিতে হয়েছিল। পাঁচদিনে মোট ৫০ ঘণ্টারও বেশি সময় জেরার মুখোমুখি হতে হয়েছিল। সেই সময়ও প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেস নেতারা। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা এদিন জানান ইন্দিরা গান্ধিকেও ১৯৭৭ সালে গ্রেপ্তার করেছিল। দেশবাসি মেনে নেয় নি। যার কারনে ২৭ মাসের মধ্যেই ইন্দিরা গান্ধিকে দেশবাসী প্রধানমন্ত্রী করেছে। এটা ইতিহাস। এবার কংগ্রেস সভানেত্রিকে যে হেরাসমেন্ট করা হচ্ছে , কোন কিছু দুর্নীতিও নেই এখানে এটা দেশবাসী মেনে নেবে না বলে জানান তিনি। বিক্ষোভ প্রদর্শন সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্ব ভারতীয় সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত সারিকা লাইতপ্লাং, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা।
রাজ্য
প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন
- by janatar kalam
- 2022-07-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this