2024-12-15
agartala,tripura
রাজ্য

আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তার বেহাল দশা , হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মীদের

বিগত কয়েক বছর ধরে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তাটি খুবই বেহাল দশায় রয়েছে । রাস্তাটি ভেঙে বড়ো বড়ো গর্তের রূপ নিয়েছে । এর মধ্যে প্রতিদিনই ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা ও ঘটে চলেছে এই রাস্তায় । যদিও এই নিয়ে কোন প্রকার হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মী বাবুদের । তারা রয়েছে দিব্যি আরাম-আয়েশে । তেমনই অভিযোগ আসাম আগরতলা জাতীয় সড়কে চলাচল করা দূরপাল্লার লরি চালক থেকে শুরু করে ছোট ও মাঝারি যানবাহন চালকদের । বলাবাহুল্য, আগরতলা থেকে ত্রিপুরার শেষ সীমানা চুড়াইবাড়ি পর্যন্ত যোগাযোগের একটিমাত্র সড়কপথ হল এই আসাম আগরতলা জাতীয় সড়ক । অতি দ্রুত যাতে তেলিয়ামুড়া মহাকুমার মঙ্গিয়াকামী ব্লকের অধীনে ৩৬ মাইল এলাকার রাস্তাটি মেরামত করা যায় এটাই এখন দাবি যান চালক থেকে শুরু করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের !

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service