জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-একুশে জুলাই দিনটি প্রতিবছর শহীদ দিবস হিসাবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। গত দুটি বছর করোণার কারণে দিবসটি উদযাপন করা সম্ভব না হলেও এবছর করোণাকে উপেক্ষা করেই কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশের মধ্য দিয়ে দিনটি পালন করল তৃণমূল কংগ্রেস। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। বৃহস্পতিবার আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ের সামনে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করল প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন প্রদেশ তৃণমূল নেতা বাপ্টু চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ১৯৯৩ সালে মমতা ব্যানার্জি নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই দিনে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রাইটার্স অভিযানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছিল। তাতে করে ১৩ জন গুলিবিদ্ধ হয়ে সেদিন শহীদের মৃত্যুবরণ করেন। এরপর থেকেই দিনটি তৃণমূল কংগ্রেস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে।
রাজ্য
রাজ্যেও তৃণমূলের উদ্যোগে শহীদ দিবস
- by janatar kalam
- 2022-07-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this