2024-11-16
agartala,tripura
রাজ্য

জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বিষধর সাপের কামড় খেল এক উপজাতি রমণী

বিষধর সাপে কাটার ফলে এক উপজাতি রমণীর অবস্থা আশঙ্কাজনক । আহত উপজাতি মহিলার নাম মঙ্গল লক্ষ্মী দেববর্মা । ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায় । জানা যায়, মঙ্গল লক্ষ্মী দেববর্মা সকাল নয়টা নাগাদ বাড়ির পাশের জঙ্গলে যায় কাঠ কাটার উদ্দেশ্যে । তখনই জঙ্গলের মধ্যে ওই উপজাতি মহিলাকে কোন কিছু কাটে । যদিও ওই মহিলা প্রথমে কিছু বুঝতে না পেরে পড়ে ব্যথার যন্ত্রণা নিয়েই বাড়িতে ফিরে আসে । বাড়িতে ফিরে এসে পরিবার-পরিজনকে সেই ব্যথার কথা জানালে পরিবার পরিজন তাকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার ব্যথা যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে বিষধর সাপে কেটেছে বলে জানান । পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক প্রতিক্রিয়ায় জানান যে- আহত মঙ্গল লক্ষী দেববর্মার বর্তমান অবস্থা আশঙ্কাজনক ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service