2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দুর্ঘটনার কবলে ব্লকের ভাইস চেয়ারম্যান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গাড়ির ব্যাক ফেল করে দুর্ঘটনার সম্মুখীন হলেন মোহনভোগ আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস। ঘটনাটি ঘটে মেলাঘর টু উদয়পুর সড়কের কালাপানিয়া এলাকা। জানা গেছে
প্রতিদিনের মতো মোহনভোগ আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান শ্রী দাস ব্যক্তিগত অল্টো গাড়ি নিয়ে মোহনভোগ ব্লকে যাচ্ছিলেন। হঠাৎ মেলাঘর টু উদয়পুর রাস্তা কালাপানিয়া এলাকায় গাড়িটি ব্রেক ফেল করে। ভাইস চেয়ারম্যান নিজে গাড়ীটি চালিয়ে আসছিলেন। গাড়িটির ব্রেক মিস করে মেইন রাস্তা থেকে প্রায় ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যানকে এবং তার সঙ্গে থাকা লিপি ভৌমিক দ্রুত গতিতে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service