2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আগামী তিন মাস পর্যন্ত এই রূপরেখাতে কাজ করা হবে: বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সারা রাজ্যে শাসক দলের মণ্ডল স্তরীয় কার্যকারিণী বৈঠক একযোগে অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলায় বনমালিপুরে ৯ নং বনমালিপুর বিধানসভা কেন্দ্রের কার্যকারিণী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ৯ নং বনমালিপুর কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেব। তিনি এই বৈঠকে যোগদান করে জানান সারা রাজ্যে একযোগে মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলে প্রথমে জাতীয় স্তরে কার্যকারিণী বৈঠক হয়, এরপর রাজ্য স্তরীয়, এবং পরে জেলা স্তরীয় এবং যথাক্রমে মণ্ডল স্তরীয় বৈঠক হয়। রাজ্যে এই প্রথমবার একসঙ্গে মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত। তিনি জানান আগামী দিনে যে কার্যপদ্ধতি রাষ্ট্রীয় ভাবে স্থির করা হয়েছে এই গুলো রাজ্যে আনা হয়েছে এবং রাজ্য থেকে জেলা হয়ে মণ্ডল স্তর হয়ে শক্তিকেন্দ্র হয়ে বুথ স্তর পর্যন্ত কার্যকরতাদের কাছে নিয়ে যাবার জন্য এই ব্যবস্থা এবং এরই সাংগঠনিক ভাবে আলোচনা করে এর রূপরেখা এই কার্যকারিণী বৈঠকে স্থির করা হবে। আগামী তিন মাস পর্যন্ত এই রূপরেখাতে কাজ করা হবে বলেও জানান তিনি।এদিনের এই কার্যকারিণী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, মণ্ডল সভাপতি দিপক কর সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service