2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দাবি আদায়ে পদযাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামল বামপন্থী যুব সংগঠনের কর্মীরা। ডি ওয়াই এফ আই এর বিভিন্ন লোকাল কমিটির উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত হয় পদযাত্রা। সাত সকালে দলের কর্মীরা দাবিগুলিকে সামনে রেখে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রবিবার। এদিন ডি ওয়াই এফ আই পূর্ব আগরতলা, আগরতলা, দক্ষিণ আগরতলা লোকাল কমিটি এবং জয়নগর মেলার মাঠ, রাজনগর লোকাল কমিটি পৃথক পৃথকভাবে দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত করে পদযাত্রা। যুব কর্মীদের দাবি আদায়ের এই পদযাত্রা এদিন শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে যুব নেতৃত্ব জানান, রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে নানা প্রলোভন দিয়েছিল। কিন্তু বেকারদের দেওয়া প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কার্যকর করতে পারেনি তারা। ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন এখন বেকাররা। তাই কাজের দাবিতেই বেকারদের এই আন্দোলন কর্মসূচি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service