জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরাতে প্রথমবার যাত্রা শুরু করল হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ডক্টর বাত্রাস ক্লিনিক। আগরতলা শকুন্তলা রোডস্থিত আইতরমা ভবনের দ্বিতলে এই হোমিওপ্যাথিক ক্লিনিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল। ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে ডক্টর বাত্রাস ক্লিনিকের যথেষ্ট সুনাম রয়েছে। ত্রিপুরাতে এই ক্লিনিক খোলায় স্বাস্থ্য পরিষেবার মান আরো উন্নত হবে জানালেন ডক্টর বাত্রাস ক্লিনিক এর পরিচালকরা। এখানে আগামী জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে রোগীকে পরিষেবা দেওয়া হবে। পরবর্তী সময়ে চিকিৎসা করাতে হলে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে ডাক্তারের ফি ধার্য করা থাকবে। বাইরের ডাক্তাররাও এখানে এসে চিকিৎসা করবেন। ওষুধপত্র এই ক্লিনিকেই পাওয়া যাবে।
রাজ্য
হোমিওপ্যাথিক ক্লিনিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল
- by janatar kalam
- 2022-07-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this