2024-11-16
agartala,tripura
রাজ্য

করোণা প্রতিরোধে বিশালগড়ে বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিশালগড় মহকুমা শাসক এবং বিশালগড় পুর পরিষদের যৌথ উদ্যোগে মহকুমা শাসক এর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা স্বাস্থ্য অধিকারীক ডা: জ্যোতির্ময় দাস, বিশালগড় থানার ওসি, ট্রাফিক ডিএসপি, বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির পদাধিকারীগণ সহ অন্যান্যরা। এদিন বিশালগড় মহকুমা এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বর্জন এবং করোনার মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে কত আলোচনা হয় উক্ত বৈঠকে। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভুষণ দাস জানান, সিঙ্গেল রিয়াজ প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের পরিবর্তে বিভিন্ন কাগজের কাপড়ের এবং পাটের তৈরি ব্যাগ যেন সাধারণ মানুষ ব্যবহার করে তার জন্য জাযা করনীয় মহকুমা প্রশাসন তা করবে। ইতিমধ্যেই মহকুমা এলাকার বিভিন্ন এস এইচ জি গ্রুপের মাধ্যমে কাগজ কাপড় এবং পাটের তৈরি ব্যাগ তৈরি করা শুরু করা হয়েছে। এবং আগামী দিনে তা বাজারে সরবরাহ করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service