জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সম্প্রতি তেলেঙ্গানায় সর্বভারতীয় কার্যকরণী বৈঠক শেষ হবার পর মন্দির নগরীতে সম্পূর্ণ হয় রাজ্য কার্যকারিণী বৈঠক। একই সাথে শেষ হয়েছে জেলা বৈঠকও। এবার পালা মন্ডল স্তরের বৈঠক। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশে আগামী ১৯ জুলাই আগরতলা নজরুল কলাক্ষেত্রে রাজ্যের ৬০টি মন্ডলের কার্যকর্তাদের নিয়ে একসাথে হবে মন্ডল কার্যকারিনী বৈঠক। আর এই বৈঠককে সামনে রেখে চলছে এখন জোরদার প্রস্তুতি।আসন্ন মন্ডল কার্যকারিনী বৈঠককে সফল করে তুলতে এবার ময়দানে নামল মহিলা মোর্চা। বৃহস্পতিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা, সংগঠনের রাজ্য প্রভারী তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি ও অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে।
রাজ্য
মহিলা মোর্চার প্রস্তুতি বৈঠক
- by janatar kalam
- 2022-07-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this