2024-12-19
agartala,tripura
রাজ্য

শ্রী শ্রী রামঠাকুরের জন্মদিবস উপলক্ষে রাজধানীর বনমালিপুরস্থিত রামঠাকুর আশ্রমের বহির্ভাগে পরিলক্ষিত হয় ভক্তদের একাংশ

আজ শুভ অক্ষয়া তৃতীয়া । জানা যায় আজকের এই দিনেই নাকি শ্রী শ্রী রামঠাকুর পৃথিবীতে পদার্পন করেছিলেন । শ্রী শ্রী রামঠাকুরের জন্মদিবস উপলক্ষে অক্ষয়া তৃতীয়ার এই দিনটি নানা স্বাড়ম্বরের সাথে ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গন অন্য মাত্রা পেত , কিন্তু এবছর লক ডাউনের ফলে এই দিনটিতে দয়াল গুরুর উদ্দেশ্যে শুধু ফুল ও জল অর্পণ করা হয়েছে বলে জানান মন্দিরের এক পুরোহিত। তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর বনমালিপুরস্থিত রামঠাকুর আশ্রমের বহির্ভাগে দয়ালগুরুর উদ্দেশ্যে ভক্তজনদের মোমবাতি ও ধূপকাঠি জ্বালাতেও দেখা যায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service