জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বেপরোয়া যান চলাচলে আবারও পথের বলি হলেন এক যুবক। ঘটনা লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজ সংলগ্ন ব্যস্ততম সড়কে। মৃত যুবকের নাম শেখর ঘোষ। বয়স ৩৪ বছর। বাড়ি শহরতলী নতুন নগর পটুননগর এলাকায়। মৃত যুবক পেশায় একজন ভিডিওগ্রাফার। জানা গেছে সোমবার রাতে একটি বিয়ের বিডিওগ্রাফির কাজ সেরে বাইকে করে নিজ বাড়িতেই ফিরছিলেন শেখর। লেম্বুছড়া ফিশারী কলেজ সংলগ্ন রাস্তায় বিপরীতমুখী একটি গাড়ি এসে তার বাইকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে শেখর। তার পেছনেই আসা অন্য সহকর্মীরা পরবর্তী সময়ে এসে দেখতে পায় এই ঘটনা। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় শেখরকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শেখর। পরে তার মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। বাইক দুর্ঘটনায় শেখর এর মর্মান্তিক মৃত্যুতে পটুনগর এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রাজ্য
দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- by janatar kalam
- 2022-07-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this