2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

করোণায় আক্রান্তের সংখ্যা বাড়লেও সতর্কতা উপেক্ষিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টাই রাজ্যে নতুন করে করোণায় আক্রান্ত হলেন ১১২ জন। যা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন রাজ্যের সচেতন নাগরিকদের মধ্যে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৫২ জন হলেন পশ্চিম জেলার। দ্বিতীয় স্থানে রয়েছে সিপাহীজলা।এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৮।অন্য জেলাগুলির মধ্যে গোমতী জেলায় ১৯ জন, ধলাই জেলাতে ৭জন, খোয়াইয়ে ২জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩জন, দক্ষিণ জেলায় ১জন। এই সংখ্যার নিরিখে আপাতত অনেকটাই যেন স্বস্তিতে রয়েছে ঊনকোটি জেলা। গত ২৪ ঘন্টায় এই জেলাতে নতুন কোন আক্রান্তের খবর নেই। যেভাবে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসনও। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে করোনার সর্তকতা জারি করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু সরকারিভাবে বিধি-নিষেধ জারি করা হলেও তাকে উপেক্ষা করেই চলছে এখন জনজীবন। অধিকাংশ মানুষই মাস্ক ব্যবহারে অনীহা। খোদ স্বাস্থ্য দপ্তরের কার্যালয়েই বিধি নিষেধের আদ্য শ্রাদ্ধ ঘটছে। মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা আইজিএম হাসপাতালে। নানান রোগে আক্রান্ত হয়ে প্রচুর সংখ্যক মানুষ স্বাস্থ্যপরিসেবা নিতে এদিন হাসপাতালে ছুটে আসে। কিন্তু দেখা গেল যে অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক। সামাজিক দূরত্ব বলতে কিছুই নেই। যেভাবে সাধারণ মানুষের ভিড় এদিন লক্ষ্য করা গেল তাতে আগামী দিন করোণা আরো ভয়ংকর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service