2024-12-19
agartala,tripura
রাজ্য

অক্ষয়া তৃতীয়ার শুভ দিনে হালখাতা যাত্রা করা নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা

আজ বৈশাখ মাসের রোহিনী নক্ষত্রযুক্ত শুক্লপক্ষের অক্ষয়া তৃতীয়া । অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়হীন। আজকের দিনে মূলত ভগবানের সেবা করা , ভালো কথা বলা, দান দক্ষিনা করা,সৎভাবে চলাই হলো এই দিনটির মূল উদ্দেশ্য। এরই উপলক্ষে আজ আগরতলা শহরের লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে হালখাতা পুজো করাতে ব্যাস্ত পরিলক্ষিত হয় ব্যবসায়ীগণের মধ্যে । তাছাড়া পৌরাণিক কাহিনী অনুসারে আজকের এই দিনেই মা গঙ্গাকে মর্ত থেকে আনা হয়েছিল এবং দেবী অন্নপূর্ণাকে অন্ন দিয়েছিলেন মা পার্বতী বলে জানা যায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service