2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পরীক্ষার দাবিতে চেয়ারম্যানকে ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্কুলগুলিতে শিক্ষক-স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে অবিলম্বে নতুন করে টেট ওয়ান ও টেট টু পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারির দাবিতে আবারও সোচ্চার হল অল ত্রিপুরা বি এড অ্যান্ড ডিয়েলেড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা। দাবি আদায়ের লক্ষ্যে টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলেন তারা।
তিন দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার এই ছাত্র-ছাত্রীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো অবিলম্বে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষক পদে শূন্য পদ সৃষ্টি ইত্যাদি। এদিন ছাত্র-ছাত্রীদের এর প্রতিনিধিদল টিআরবিটির চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবি সনদ তুলে দিলেও, চেয়ারম্যান প্রতিনিধি করে সদস্যদের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। ফলে স্বাভাবিকভাবেই হতাশা হয়ে এদিন বাড়ি ফিরতে হলো ডিগ্রি প্রাপ্ত বেকার যুবক-যুবতীদের।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service