2024-12-19
agartala,tripura
রাজ্য

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রান্নার গ্যাসের সিলিন্ডার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এবারও রাস্তায় নামল কংগ্রেস। গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের সব কটি ব্লক কংগ্রেসের উদ্যোগে শুরু হল আন্দোলন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা শহরতলী বড়জলা গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ মিছিল ও ধর্ণা সংগঠিত করে ৪ নং বড়জলা ব্লক কংগ্রেস কমিটির কর্মীরা।এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন প্রদেশ এস সি কংগ্রেস কমিটির চেয়ারম্যান। চার ঘণ্টার বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি থেকে কংগ্রেস দলের নেতাকর্মীরা আওয়াজ তোলেন অবিলম্বে রান্নার গ্যাসের দাম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। নতুবা কংগ্রেস দলের আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর আকার ধারণ করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service