2024-12-15
agartala,tripura
রাজ্য

মৃতদেহ অদল বদল নিয়ে জিবিতে চাঞ্চল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মৃত্যুর পরেও শান্তি নাই। পোস্টমর্টেমের পর লাশ অদল বদল। অভিযোগ মর্গের কর্মীদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ নিয়ে যেতে নিহতের আত্মীয়-স্বজনরা যখন অপেক্ষা করছিল তখনই তাদের কাছে খবর আসে তাদের মৃতদেহ চলে গেছে অন্য আরেক মৃত ব্যক্তির পরিজনদের কাছে। এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়লো নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনরা। এই ঘটনার মধ্য দিয়ে অনেকটা প্রমাণিত যে জিবি হাসপাতালের মর্গে চলছে তুঘলকী কাজকর্ম । মর্গের কর্মীদের গাফিলতিতে এক ব্যক্তির লাশ চলে যাচ্ছে অন্য মৃত ব্যক্তির পরিজনদের হাতে। এমন ঘটনার সাক্ষী হল রবিবার আগরতলা বাসী। সোনামুড়া এলাকার অর্চনা দাস মজুমদার নামে এক গৃহবধূ শনিবার সন্ধ্যারাতে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মারা যায়।
অপরদিকে আগরতলা এলাকার বাসিন্দা মিঠু দেব নামে এক গৃহবধূ নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে শনিবার। জিবি হাসপাতালে তাকে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অর্চনা দাস মজুমদার এবং মিঠু দেব দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালের মর্গে। রবিবার দুজনের দেহ- ই ময়নাতদন্ত করে নিহতদের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। আর এখানেই চরম গাফিলতিতে মর্গের কর্মীরা একজনের লাশ আরেকজনের কাছে দিয়ে দেয়। জিবি হাসপাতালের মর্গে এই লাশ বদলের ঘটনা নিয়ে সাধারণ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এমনিতেই জিবিপির মর্গের কর্মীদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। মোটা অংকের টাকা না দিলে তারা লাশ ছুতে চায় না। এবং দাবি করা টাকা না পেলে তারা মৃতদেহ আটকে রেখে দেয় বলেও অভিযোগ রয়েছে। তাদের গাফিলতির কারণেই এইভাবে লাশ বদল হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service