জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।
ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্যে এক যুগে অনুষ্ঠিত হলো জেলা কার্যকারীনি বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামীর রণকৌশল নিয়ে আলোচনা করে নেতৃত্ব। একই সাথে বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কার্যকারণী বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গুলি কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয় বেশ কিছু কর্মসূচি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত সদর শহর জেলা কমিটির কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে আসন্ন বিধানসভার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কার্যকারীনি বৈঠক শেষ হবার পর, রবিবার সরকারি ছুটির দিন দলের দশটি সাংগঠনিক জেলার কার্যকারীণী বৈঠক এক যুগে অনুষ্ঠিত হয়। সদর শহর কার্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সম্পাদক কিশোর বর্মন, সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ রাজনৈতিক এই বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। জানা গেছে সংগঠনকে আগামীদিন আরো বেশি করে শক্তিশালী করে তোলার জন্য কেন্দ্র ও রাজ্যের প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরা এবং মানুষের সাথে আরও বেশি করে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
Leave feedback about this