2024-12-18
agartala,tripura
রাজ্য

রাজ্য কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব অব্যাহত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কংগ্রেস আছে সেই কংগ্রেসেই, কংগ্রেসের কাঁকড়া সংস্কৃতি আবারো বেড়িয়ে এল প্রকাশ্যে। এবার বাধারঘাট এলাকার ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ কুমার দেব তোপ দাগলেন দলেরই কিছু কুচক্রী নেতাদের বিরুদ্ধে। এদিন তাদের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে এদিন ব্লক সভাপতি সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আবেদন রাখলেন। তার অভিযোগ,অন্য দল বদল করে কংগ্রেসে ফিরে আসা কিছু কূচক্রী নেতা দলের সংশ্লিষ্ট ব্লক সভাপতিকে ঘুমে রেখে বিভিন্ন স্তরের কমিটি তৈরী করার প্রকৃয়া চালাচ্ছেন। তার বক্তব্য ঐ তৎপরতায় অফিসিয়ালি দলের কোনও অনুমোদন নেই। তাই এদিন সংবাদ মাধ্যমের সামনে দলীয় কর্মীদের উদ্দেশ্য বিভ্রান্ত না হওয়ার আবেদন জানান দিলীপ কুমার দেব। তার দাবী, বর্তমান ব্লক সভাপতির কার্যক্রমে দলের সাংগঠনিক শক্তি উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service