2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মুখ্যমন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠক মহারাজার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শরণাপন্ন হলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শনিবার মহারাজা এডিসির উপমুখ্য কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা ও এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মাকে সাথে নিয়ে ছুটে গেলেন মহাকরণে। সেখানে গিয়ে প্রথমেই মহারাজা ও তার সফর সঙ্গীরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। পরে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা কালে মহারাজা এডিসির বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যা গুলি সমাধানের জন্য রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন। একই সাথে এদিন মুখ্যমন্ত্রীকে এডিসি আসার আমন্ত্রণও জানান মহারাজা। আলোচনা হয়েছে দুই পক্ষের অনেকটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। জানা গেছে কোন ধরনের রাজনৈতিক আলোচনা নয় এডিসির সার্বিক উন্নয়ন নিয়েই এদিন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন মহারাজা। মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মহারাজা জানান, এডিসিতে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে কর্মচারী সংকটের কারণে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। বিষয়গুলি তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service