জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কাজের দাবিতে আবারো রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র যুব সংগঠন। কাজ চাই কাজ দাও এই স্লোগানকে সামনে রেখে এক মিছিল মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি ও সম্পাদক। তাদের দাবি
জে আর বি টি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে হবে, শিক্ষক স্বল্পতা দূর করতে টেট উত্তীর্ণ সকলকে দ্রুত নিয়োগ ও বছরে দুইবার টেট পরীক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।শনিবার এই দাবিগুলিকে সামনে রেখেই আগরতলা শহরে মিছিল সংঘটিত করে এই দুটি সংগঠন। এই মিছিল প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুবনেতা পলাশ ভৌমিক বলেন, রাজ্যে বিজেপি সরকার সম্পূর্ণ বেকার বিরোধী নীতি গ্রহণ করে চলেছে। গত সাড়ে চার বছর ধরে রাজ্যের বেকারদের নিয়ে নানা ধরনের প্রতারণা করে চলেছে সরকার। নিয়োগ নিয়ে রাজ্যে কেলোর কীর্তি চলছে। তাই রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাজের দাবীতে আজকের এই মিছিল।
রাজ্য
কাজের দাবিতে আবারো রাস্তায় বাম যুবরা
- by janatar kalam
- 2022-07-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this