2025-01-04
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পবিত্র ঈদুজ্জোহার প্রস্তুতি চূড়ান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ঈদুজ্জোহা। যা কুরবানী ঈদ দামে পরিচিত।
গত দুই বছর মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ইদুজ্জোহা স্বস্তিতে উদযাপন করতে পারেনি করোণা মহামারীর কারণে। এবার ইদুজ্জোহার প্রাক্কালে দেশে করোনা আবার বাড়তে শুরু করেছে। সংক্রমণ ও মৃত্যুর হার দুটিই বাড়ছে। এমন এক পরিস্থিতিতে বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুজ্জোহা। হিজরী বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ইদুজ্জোহা উদযাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী রবিবার গোটা বিশ্বের সাথে ছোট্ট এই পার্বত্য রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও উদযাপন করবেন তাদের পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান। প্রতিটি মসজিদে মসজিদে এদিন সকালে হবে বিশেষ নামাজ আদায় অনুষ্ঠান। তবে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল নামাজ আদায় অনুষ্ঠানটি হবে রাজধানী আগরতলার গেদুমিয়া মসজিদে। তার জন্য যাবতীয় প্রস্তুতিও চূড়ান্ত। এদিন সকাল সাড়ে আটটায় গেদু মিয়া মসজিদে বিশেষ নামাজ পাঠ করবেন মৌলানা বাহাউদ্দিন সাহেব। তাকে সহায়তা করবেন এই মসজিদের ইমাম মৌলানা মহিনুর হক সাহেব। রাজধানী আগরতলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি কর্মসূত্রে আগরতলা শহরে বসবাসকারী বহির রাজ্যের মুসলিম ধর্মাবলম্বীরাও সেখানে নামাজ পাঠ করবেন এদিন। তাই নির্ধারিত সময়ে প্রত্যেকেই মসজিদে সামিল হবার জন্য শনিবার আহ্বান রাখলেন টাউন জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলম মিয়া। একই সাথে এদিন তিনি ইদুজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য রাজ্য প্রশাসন যেভাবে আহ্বান জানিয়েছেন তার জন্য সরকারকে অভিনন্দন জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service