2024-12-18
agartala,tripura
রাজ্য

হাইকোর্ট বারের নির্বাচন ৬ আগস্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হবে নির্বাচন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্ট এসোসিয়েশনের সচিব প্রণবাশীষ মজুমদার। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে আইনজীবী নেপাল মজুমদারকে। সরকারি রিটার্নিং অফিসার হিসেবে রয়েছে আইনজীবী রাজকুমার প্রসেনজিৎ সিং রাজশ্রী পুরকায়স্থ। ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী ৬ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর বেলা আড়াইটায় গণনা। আগামী ১১ জুলাই থেকে ২৫ শে জুলাই মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ধার্য করা হয়। মনোনয়ন দাখিল ২৭ জুলাই থেকে ২৮ জুলাই বেলা সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত। ২৯ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ধার্য করা হয়েছে ৩০ জুলাই ও পহেলা আগস্ট। ৬ আগস্ট সকালে সাধারণ সভা শেষ হবার পর সাড়ে নয়টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service