2024-12-15
agartala,tripura
রাজ্য

বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সংবিধানের নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজভবনে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। মাত্র কয়েক মাসের ব্যবধানে ডক্টর মানিক সাহার আরো একবার শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন অন্যতম প্রধানমুখ হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও ছিলেন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী রতন লাল নাথ, মনোজ কান্তি দেব, রামপ্রসাদ পাল, শান্তনা চাকমা, সাংসদ রেবতি ত্রিপুরা সহ আরো অনেকে। বিধায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঈশ্বরের নামে আরও একবার শপথ নিলাম। মা ত্রিপুরেশ্বরীর কাছে এখন একটাই প্রার্থনা পবিত্র বিধানসভায় যেন মানুষের জন্য কাজ করতে পারি। দলের নির্দেশেই এই শপথ। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির একটাই কথা উন্নয়ন। আর এই উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে। এখন একটাই লক্ষ্য পূর্বসূরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service