রাজ্য সরকার ১০৩২৩এর উদ্যেশে এক কালীন ৩৫০০ টাকা দেওয়ার ঘোষনা দিয়েছিলেন। রাজ্য সরকারের এই মানবিক চিন্তাধারার দিকটিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন ১০৩২৩ এডহক পে শিক্ষক সংঘটনের সভাপতি বিমল সাহা। তিনি বলেন কেনই দিয়েছেন এই অনুদান রাজ্য সরকার আমরা তা চাইনি। রাজ্য সরকার ভুল করেছে এই ভুলের খেসারত কে দেবে বলে সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। এবং এই মুহূর্তে রাজ্যে লক ডাউন চলছে আগামী ৩রা মে লক ডাউনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে মিলিত হবেন বলে জানান তিনি পাশাপাশি তিনি সংঘটনের কাউকে রাজ্য সরকারের দেওয়া এই অনুদান গ্রহন না করার অনুরোধ রাখেন।
রাজ্য
লক ডাউনের পর আন্দোলনে যাবে ১০৩২৩ এডহক পে শিক্ষক সংঘটন : বিমল সাহা
- by janatar kalam
- 2020-04-25
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this