জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
পানীয় জলের অভাবে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত । দীর্ঘ ১২ দিন যাবৎ বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ব্রম্মানবাড়ি গ্রামের গ্রামবাসীরা পানীয় জলের অভাবে ভুগছে । এর ফলে বাধ্য হয়ে শুক্রবার দুপুর বারোটা নাগাদ উদয়পুর থেকে দেওয়ান বাড়ি যাওয়ার সড়ক পথ অবরোধে বসেন গ্রামের প্রমীলারা । এর ফলে রাজনগর এলাকার দু’ধারে প্রচুর যানজট সৃষ্টি হয় ।জানা যায়, রাজনগর গ্রাম পঞ্চায়েতের এই পাঁচ নং ওয়ার্ডে দীর্ঘ ১২ দিন যাবত পানীয় জল না আসার কারণ নিয়ে, বহুবার গ্রামের প্রধান এবং উপ-প্রধান থেকে শুরু করে এলাকার ওয়ার্ড মেম্বারকে জানানো হয়েছিল। কিন্তু কোন প্রকার সুরাহার পথ খুঁজে বের করে দেয়নি গ্রামের প্রধান । এর ফলে গ্রামবাসীরা ছড়ার জল পান করে জীবন জীবিকা চালিয়ে আসছিল । বারংবার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ায় বাধ্য হয়ে এদিন পথে নেমে প্রতিবাদে সরব হয় গ্রামের মহিলারা । পরবর্তী সময় রাস্তা অবরোধের খবর পেয়ে স্থানীয় মহকুমা প্রশাসন থেকে আধিকারিকদের একটি টিম অবরস্থলে পৌঁছে গ্রামবাসীদের আশ্বস্ত করেন আগামী কালকের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা করা হবে । গ্রামীণ মহিলারা প্রশাসনের সে কথায় আশ্বস্ত হয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে করে স্বাভাবিক হয় গোটা পরিস্থিতি। পুনরায় চালু হয় উদয়পুর দেওয়ান বাড়ি সড়কে যান চলাচল।
রাজ্য
রাজনগরে জলের দাবিতে অবরোধ
- by janatar kalam
- 2022-07-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this