2024-12-14
agartala,tripura
রাজ্য

উদয়পুরে নগর বনের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-উদয়পুর মহকুমার অন্তর্গত পেরাতিয়া বন অফিস সংলগ্ন এলাকায় ৭৫ তম আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে নগর বনের প্রদীপ প্রজ্জ্বলন ও শিলান্যাস করে শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবারের এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , বন দপ্তরের উদয়পুরের এসডিএফও কমল ভৌমিক , মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন সুজন সেন সহ আরো অনেকে । এদিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসব সারাবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তা ধারায় সেটা পালন করে আসা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ভারতবর্ষের ৭৫ টি জায়গায় নগর বন উদ্বোধন করা হয় । সেই সাথে উদয়পুর চন্দ্রপুরে তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । মন্ত্রী বলেন , যদি কোন গাছ বা সবুজ না থাকে তাহলে জীবন রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়াবে । শুধু বনদপ্তর নয় এই ভূমিতে যারা বসবাস করছে প্রত্যেকটি মানুষকে বন রক্ষা করা খুবই প্রয়োজন । আজ থেকে উদয়পুর পেরাতিয়ায় যে নগর বনের শুভ সূচনা হয়েছে । সে নগর বন খুব সহসায় তৈরি করা হবে পেরাতিয়া এলাকায় । সুন্দরভাবে একটি পর্যটন ক্ষেত্র তৈরী করা হবে এই এলাকায়। এই বনকে রক্ষা করার দায়িত্ব এই এলাকার গ্রামবাসীদের । সেই সাথে কৃষিমন্ত্রী বলেন , উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির কে সাজিয়ে তোলার জন্য ভারত সরকার রাজ্য সরকারের সাথে একসাথে মিলে কাজ শুরু করেছে প্রসাদ প্রকল্পের। দেশ ও বিদেশের বহু মানুষ ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য। ত্রিপুরেশ্বরী মন্দিরের একেবারে নিকটে শুক্রবার যে নগর বনের শুভ সূচনা হয়েছে তা এক কার্যকারী ভূমিকা পালন করবে আগামী দিনে। এমনটা আশা ব্যক্ত করেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিকে এদিন নগর বন অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্য সকল অতিথিরা বিভিন্ন রকমের বৃক্ষ রোপণ করে এই অনুষ্ঠানকে আরো উজ্জ্বল করে তুলে এইদিন । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে পেরাতিয়া এলাকার গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service