2024-12-19
agartala,tripura
রাজ্য

খার্চি পূজা ও মেলার উদ্বোধন করলেন মন্ত্রী রামপদ জমাতিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সারম্বরে প্রথা ও রিতি নীতি অনুযায়ী কোভিড পরিস্থিতি কাটিয়ে বৃহস্পতিবার থেকে আগরতলার পুরাতন চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পুজা ও মেলা।যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জামাতিয়া। উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, মন্ত্রী প্রেম কুমার রিয়াং, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সহ আরো অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে
মেলার উদ্বোধক মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে ত্রিপুরেশ্বরি মন্দিরের কাজ চলছে। সেভাবে এই চতুর্দশ দেবতা বাড়িতে কিছু করা যায় কি না এই ব্যাপারে চিন্তা ভাবনা চলছে এবং পরবর্তী সময় তা প্রধানমন্ত্রীর নজরেও নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি খার্চি পুজার বিভিন্ন দিক তুলে ধরে বলেন অখণ্ড ভারতের এবং অখণ্ড ত্রিপুরার চিন্তা করতে হবে।অনুষ্ঠানে অংশ গ্রহণ করে মন্ত্রী প্রেম কুমার রিয়াং ককবরক ভাষায় বলেন এই পুজা ও মেলা শুধু একটি জাতি গোষ্ঠীর মেলাই নয়, তা জাতি উপজাতি সকল অংশের ধনি গরীব সকলেরই । এটা রাজ্যের একটা ঐতিহ্য। রাজ্যের ইতিহাস, পুজা পদ্ধতি সম্পর্কে সবাই অবগত রয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই চতুর্দশ দেবতা মন্দিরে রাজ্য বাসির মঙ্গল কামনা করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিকে এই পুজা ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ্য থেকে যাবতীয় নিরাপত্তা ব্যাবস্থাও রাখা হয়েছে। কোভিড পরিস্থিতির পরবর্তী সময়ে এই মেলায় এবছর রেকর্ড সংখ্যক পুন্নার্থির ভিড় হবে বলে মনে করছে বিভিন্ন মহল।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service