জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসবে সকল ধর্ম-বর্ন নির্বিশেষে মানুষ আনন্দে মেতে উঠেন। তা দেখতে খুবই ভালো লাগে। এই পুজা-উৎসবের মিলন মেলায় কে কোন সম্প্রদায়ের তা দেখা হয়না। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই অভিমত মথা সুপ্রীমো যুবরাজ প্রদ্যোত কিশোর দেববর্মনের।বৃহস্পতিবার রাজ্যে শুরু হয়েছে সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী মিলন মেলার উৎসব খার্চিপূজা। রাজ্যের তিপ্রামথা সুপ্রীমো প্রদ্যুত কিশোর দেব বর্মনের আজ ছিল জন্মদিন। সকাল সকাল চৌদ্দ দেবতার মন্দিরে গিয়ে সেরে আসেন পুজো পর্ব। এরপর আগরতলায় ফিরে এসে যোগ দেন আগরতলা টাউনহলের অনুষ্ঠানে। সেখানে আয়োজিত হয়েছিল খার্চি পার্বন উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে যুবরাজ প্রদ্যুত কিশোর দেব বর্মন জানান, এই উৎসব রাজ্যে পরম্পরাগত ভাবে চলে আসছে। এই মিলন মেলায় সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন। সেই সম্প্রীতি বেঁচে থাকুক সেই কামনাই করছি চৌদ্দ দেবতার কাছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি সি কমল কলই, ক্ষত্রিয় সমাজের সাধারন সম্পাদক মনোজ দেববর্মা সহ দল ও জনজাতি সমাজের বিদগ্ধ জনেরা।
রাজ্য
খার্চির আনন্দে মেতে উঠার আহবান মহারাজের
- by janatar kalam
- 2022-07-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this