জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আবারো রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ৫০ টাকা। প্রতিদিন হু হু করে বাড়ছে ভোগ্যপন্যের দাম। জনজীবনে বড় বেসামাল অবস্থা। গ্যাসের দাম বৃদ্ধিতে মোটের উপর খুশী নন আমজনতা। কিভাবে টানবেন ঐ বাড়তি অর্থ? কি বলছেন ভোজন রসিক সাধারন মানুষ ? তবে কি এবার পেটে টান ধরবে সাধারন নিন্ম মধ্যবিত্ত শ্রেনীর সাধারন মানুষের। বাস্তব আর আশঙ্কার দোলাচলে কিভাবে দেখছেন রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধির ছ্যাকা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে জীবন যন্ত্রণার কথা তুলে ধরলেন আগরতলা শহরের আমজনতা। ঘুরে ফিরে আর্জি একটাই, সরকার একটু ভাবুক সাধারনের জীবন যন্ত্রণার কথা।
রাজ্য
গ্যাসের মুল্যবৃদ্ধিতে নাভিশ্বাস গৃহিনীদের
- by janatar kalam
- 2022-07-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this