2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পেটের দায়ে মাঠে নামছে রিক্সা শ্রমিকরা , কিন্তু মানুষের স্বার্থে কাজ করছে পুলিশ

রাজ্যে চলছে দ্বিতীয় পর্যায়ের লক ডাউন . এই মুহূর্তে মানুষকে সচেতন রাখতে ব্যাস্ত রাজ্য সরকার থেকে শশুরু করে প্রশাসন . পুলিশের কড়া মনোভাবের ভয়ে ঘর থেকে বেরুচ্ছেনা অনেকেই , আর যারা বেরুচ্ছেন তাদের আটকে রাখছেন কর্তব্যরত পুলিশ বাহিনী . এমনি এক দৃশ্য পরিলক্ষিত হলো রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে. জানা যায় যারা আইন অমান্য করে রাস্তায় বেরুচ্ছেন যান বাহন নিয়ে যথা ক্রমে রিক্সা , টোঁটোঁ তাদের কে আটকে দিচ্ছে কর্তব্যরত পুলিশ বাহিনী . এদিন এক রিক্সা চালককে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি রাজ্যের এই মুহূর্তে তাদের সংসারে চলা অভাবের কথা জানান. তবে এই মুহূর্তে সারা বিশ্বে যখন করোনা সংক্রমণের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে ঠিক তখনি প্রশাসনের এই পদক্ষেপ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অভিমত অভিজ্ঞ মহলের একাংশের.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service