2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ঐতিহ্য মেনে শুরু খার্চি পূজা ও মেলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে তিথি অনুযায়ী শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে রাজন্য আমল থেকেই প্রথা অনুযায়ী নিয়ম মেনে হয়ে আসছে সপ্তাহব্যাপী এই পূজা ও মেলা। এদিন সকালে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার মন্দিরে স্নান যাত্রার মধ্য দিয়ে পূজার সূচনা করেন চন্তাই। রাজ পরিবারের পুরোহিতকে বলা হয় চন্তাই। চতুর্দশ দেবতাকে মন্দির থেকে বের করে আনার পর ত্রিপুরা পুলিশের তরফে প্রথমে গার্ড অফ অনার জানানো হয় এদিন। এরপর ১৪ জন দেবতাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী হাওরা নদীতে। পুরোহিতদের সঙ্গে পুলিশ বাহিনী ব্যান্ড বাজিয়ে ১৪ দেবতার স্নানে অংশ নেই। কয়েকশত বছর ধরে এভাবে প্রতিবছর শ্রাবণ মাসে পুরাতন আগরতলা ১৪ দেবতার মন্দিরে বাৎসরিক খার্চি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজন্য আমলে ত্রিপুরার রাজবাড়ী যখন পুরাতন আগরতলায় ছিল তখন থেকেই খার্চি পূজা প্রচলন শুরু হয়। পরবর্তী সময় রাজবাড়ী বর্তমান আগরতলায় চলে এলিও রাজাদের কুলদেবতার মন্দির রয়ে যায় পুরাতন আগরতলায়। সেখানেই প্রতিবছর সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে আসছে খার্চি পূজা। আর এই পূজাকে ঘিরে চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে বসে মিলনমেলা। গেল দুই বছর করোণার কারণে এই উৎসব নিয়ম রক্ষার্থে পালিত হলেও এবার যেন উৎসবের আমাজেই শুরু হলো সপ্তাহব্যাপী খার্চি পূজা ও মেলা। বৃহস্পতিবার মেলার প্রথম দিনেই রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রথম দিনের ভিড় থেকেই অনেকটা আশঙ্কা করা হচ্ছে এবছর অতীতের সমস্ত রেকর্ড ম্লান করবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service