জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পার্শ্ববর্তী রাজ্য আসামে ভয়াবহ বন্যায় ভয়ংকর অবস্থার সম্মুখীন সাধারণ মানুষ। ধারাবাহিক বৃষ্টিপাতে আসামের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। হাজার হাজার মানুষ আশ্রয় নেয় ত্রাণ শিবিরে। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমলেও মানুষের দুর্দশার কোন পরিবর্তন নেই। পানীয় জল ও খাদ্যের অভাবে ভুগছেন এখন সাধারণ মানুষ। এই অবস্থায় পার্শ্ববর্তী রাজ্যের অসহায় মানুষদের পাশে প্রতিনিয়ত দাঁড়ানোর চেষ্টা করছেন পার্বত্য এই ছোট্ট রাজ্যের নাগরিকরা। বেসরকারি উদ্যোগে প্রতিনিয়তই অসহায় মানুষগুলির জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী। যা এখনো অব্যাহত রয়েছে। বুধবার আগরতলা থেকে আরও একটি ট্রাক বুঝায় বিভিন্ন খাদ্য সামগ্রী রওনা দিল আসামের উদ্দেশ্যে।। সেবা সহায়তা পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্কার সহযোগিতায় এদিন বন্যায় অসহায় অবস্থায় সম্মুখীন নাগরিকদের জন্য পাঠানো হলো চাল, ডাল, জল, চিড়া গুড়, মোম, দেশলাই,বেবি ফুড সহ আরো অনেক কিছু। প্রেসক্লাবের সামনে সবুজ পতাকা নেড়ে আসামের উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণ সামগ্রী বুঝাই লরির সূচনা করলেন রামকৃষ্ণ মিশন বিবেক নগরের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সিআরপিএফের ডিআইজি সহ আরো বিশিষ্টজনেরা। আসামের পাশে ত্রিপুরা, এই বার্তা নিয়েই সেবা সহায়তা পরিষদের এক প্রতিনিধি দল ত্রাণ সামগ্রী নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়। মহতী এই কর্মসূচির মূল উদ্যোক্তা সেবা সহায়তা পরিষদের সম্পাদিকা শাশ্বতী দাস সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, এই কাজে বিশেষভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিআরপিএফ ও বিভিন্ন সংগঠন। তাদের প্রতি কৃতজ্ঞতা রইল সেবা সহায়তা পরিষদের।
রাজ্য
আসামের অসহায়দের পাশে ত্রিপুরা
- by janatar kalam
- 2022-07-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this