জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বুধবার প্রত্যাশা মতই রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সকালে পর্ষদের অফিস কক্ষে সাংবাদিক সন্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ডঃ ভবতোষ সাহা। ফলাফল ঘোষনা করে ভবতোষ সাহা তথ্য দিয়ে জানান, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহন করা হয়েছে দুটি পরজায়ে।মাধ্যমিক পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখা ছিল ৪৩ হাজার ২৮২ জন। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ২৮ হাজার ৬৫৮ জন। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পাশ করেছে ১৯৭ টি স্কুলের পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনুরুপ ভাবে পাশ করেছে ৮৫ টি স্কুলের পরীক্ষার্থীরা। ভবতোষ সাহা এদিন রাজ্য ভিত্তিক ফলাফলের পরিসংখান তুলে ধরতে গিয়ে জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্নদের মধ্যে সাধারন ক্যাটাগরীতে পাশের হার ৯৩,১১ শতাংশ, এস সি ৮৮,৩৮ শতাংশ, ও বি সি শ্রেনীভুক্ত ৯২,১১ শতাংশ, এস টি -৮০,১৭ শতাংশ ও ধর্মীয় সংখ্যালঘু শ্রেনীর-৮৩,০৫ শতাংশ পাশ করেছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সাধারন ক্যাটাগরীতে পাশের হার হল, ৯৬,০৮ শতাংশ, এস সি -৯৫,৪০ শতাংশ, ওবিসি-৯৫,৮২ শতাংশ, এস টি-৯৩,৮৮ শতাংশ, ও ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে পাশের হার রয়েছে-৯৪,৯০ শতাংশ। এবার জেলা স্তরে মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম জেলা রয়েছে সর্বোচ্চ স্থানে।এখানে পাসের হার ৯০,৭৫ শতাংশ। আর সর্বনিন্ম স্থানে রয়েছে ধলাই জেলা। সেখানে পাশের হার-৮১,৮৭ শতাংশ। বিপরীতে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দক্ষিন জেলার অবস্থান রয়েছে সর্বোচ্চ স্থানে। সেখানে পাশের হার ৯৭,১৩ শতাংশ। পশ্চিম জেলা চলে এসেছে সর্বনিন্ম স্তরে। সেখানে পাশের হার চলে এসেছে ৯৪,৯২ শতাংশ।
রাজ্য
মাধমিকও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা
- by janatar kalam
- 2022-07-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this