জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থান দখল নিয়ে তীব্র উত্তেজনা রাজধানী আগরতলা শহরতলী নন্দনগর সেনপাড়া এলাকায়। এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একমাত্র কবরস্থানের জায়গায় সোমবার হিন্দু যুব বাহিনীর কর্মীরা জবরদখল করে বলে অভিযোগ। কবরস্থানের জায়গা দখল করে সেখানে শিবের মন্দির তৈরি করবে বলে অস্থায়ীভাবে বসানো হয় শিবলিঙ্গ। আর এনিয়েই তৈরি হয় তীব্র উত্তেজনা। হিন্দু যুব বাহিনীর দাবি দীর্ঘ ৬০ বছর ধরে এখানে কোন কবর দেওয়া হয়নি। এছাড়া এই জমিটি হিন্দুদেরই ছিল। তাই সেখানে শিব মন্দির তৈরি করার উদ্যোগ নেয়। অপরদিকে এলাকার সংখ্যালঘুদের দাবি সরকারি নথিপত্র অনুযায়ী জমিটি কবরস্থানের জন্য বরাদ্দ। এখন কিছু ভূমিদুস্য মন্দির তৈরির নাম করে জমিটি দখল করার চেষ্টা করছে। যা কোন অবস্থাতেই মেনে নিতে পারছে না এলাকার সংখ্যালঘুরা। জোর জবরদস্তি করে কবরস্থান দখল করে মন্দির নির্মাণের প্রচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সকালে এলাকার ব্যস্ততম সড়ক অবরোধ করেন সংখ্যালঘুরা। জমি জবরদখল এর প্রতিবাদে এবং পুনরুদ্ধারের দাবিতে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রাস্তা অবরোধ করে, তখন হিন্দু যুব বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে জয় শ্রীরাম স্লোগান তুললে পরিস্থিতি যেন ভয়ংকর আকার ধারণ করে। কবরস্থানের জমি নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।
রাজ্য
কবরস্থান দখল নিয়ে উত্তেজনা
- by janatar kalam
- 2022-07-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this