জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার সিপারডে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি মুদ্রন মাধ্যমের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি সহায়ক কর্মশালার সোমবার উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জারনালিজম হচ্ছে একটা নোবেল প্রফেশান। এটাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভও বলা হয়। যা ইচ্ছাপ্রনোদিত ভাবে একটা অংশ থেকে রাজ্যে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা মনে হয় না সত্যিকারের সাংবাদিকতা। রাজ্য সরকার মনে করে বর্তমান সময়ে যা চলছে তাতে এই সেশন সবার জন্য, রাজ্যের জন্য, গণতন্ত্রের পক্ষে অনেকটাই শুভ হবে অনেকটাই সাবলীল হবে। তিনি আরও বলেন এই সরকার হল প্রো মিডিয়া সরকার। বর্তমানে এই সংবাদ মাধ্যমের যা স্বাধীনতা, যা সুযোগ, বর্তমানে সংবাদ মাধ্যম নিয়ে সরকারের যা চিন্তা ভাবনা এটা কি আগের সরকারের সময়ে ছিল বলেও প্রশ্ন তুলে এর বিচারের দায়ভার অর্পণ করলেন সংবাদ মাধ্যমের কর্মীদের উপর। বলেন মিডিয়ার জন্য রাজ্য সরকার কতটুকু চিন্তা করেন বা মিডিয়া ফ্রেটারনিটির জন্য, একে বাঁচিয়ে রাখার জন্য একত্রিত রাখার জন্য কতটুকু চিন্তা করেন ,এমন কি আগামিদিন সাংবাদিকরা যাতে এই প্রফেশান নিয়ে সুন্দর করে চলতে পারে, সমাজে ভাল ভাবে মাথা উঁচু করে চলতে পারে এর জন্যই রাজ্য সরকারের সিদ্ধান্ত বলেও স্পষ্ট করেন তিনি। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে রায়পুর এবং ভুপাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় এবং রাজ্যের সিনিয়র জার্নালিস্ট মানস পাল ও দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজ্য
সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির কর্মশালা
- by janatar kalam
- 2022-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this