জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভাগ্যের পরিহাসে একাংশ লোক প্রতিনিয়ত ঝড়-বৃষ্টি রোধকে উপেক্ষা করে বসবাস করছেন ফুটপাতে। সারাদিন মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া অর্থ কিংবা খাবার দিয়েই যাদের দিনযাপন, তাদের পরিচয় একটাই তাহলে ভবঘুরে। এই ভবঘুরের সংখ্যাটা শহর আগরতলাতে নেহাত কম নয়। শহরের ব্যস্ততম এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভবঘরে। যারা প্রতিনিয়ত নানান রোগে আক্রান্তির শিকার। একদিকে খাদ্যের অভাব, অন্যদিকে নানা রোগে জর্জরিত হয়ে প্রতিনিয়তই অকালে মৃত্যু হচ্ছে তাদের একাংশের। এই ঘটনা যেন এখন স্বাভাবিকের কিছু নয়। সোমবার সাত সকালে এমনই এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয় রাজধানীর অফিস লেন এলাকায়। এদিন স্থানীয় কিছু লোকজন প্রথম প্রত্যক্ষ করতে পারেন যে রাস্তার পাশে এক ভবঘুরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ সরকার। বাড়ি আগরতলা নতুননগর এলাকায়। বিগত বেশ কিছুদিন ধরেই আইজিএম হাসপাতাল চত্বরে ফুটপাতে বসবাস করছিলেন তিনি। এরমধ্যেই রবিবার রাতে কোন এক সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ভবঘরে। সাত সকালে ভবঘুরের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রাজ্য
আগরতলায় ভবঘুরের অস্বাভাবিক মৃত্যু
- by janatar kalam
- 2022-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this