জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের জাতি ও উপজাতি অংশের মানুষের অন্যতম একটি উৎসব হলো খার্চি পূজা। আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা। সাত দিনব্যাপী আয়োজিত এই পূজা ও মেলাকে ঘিরে রাজ্যের সব অংশের মানুষের মধ্যে একটা মৈত্রীর মেলবন্ধন গড়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশ নেয়। গেল দুই বছর করোণার কারণে অনেকটা নিয়ম রক্ষার্থেই অনুষ্ঠিত হয় খার্চি পূজা। এবছর করোণা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মহাসমারোহে উৎসবের আমেজে অনুষ্ঠিত হতে চলেছে সাত দিনব্যাপী এই পূজা ও মেলা। এর জন্য যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। আগামী ৭ জুলাই ৭ দিনব্যাপী এই পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও অতিথিদের মধ্যে থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রেম কুমার রিয়াং, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, বিধায়ক বীরেন্দ্র দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অন্তরা দেব সরকার, মেয়র দীপক মজুমদার, জেলাশাসক দেবপ্রিয় বর্ধনসহ আরো অনেকে। ১৩ জুলাই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, পুরাতন আগরতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমূখ। উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে পৌরহিত করবেন মেলা কমিটির চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। সোমবার খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এদিন তিনি আরো জানান, এবারের মেলাকে আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু নিত্য নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশ-বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল সৃষ্টিকারী রাজ্যের কৃতি সন্তানদের ও এই এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান জ্ঞাপন, ১২ জুলাই মেলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে যাদু প্রদর্শনী ও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই করোনার বিধি নিষেধ মেনে উৎসবকে সর্বাঙ্গিন সফল করে তোলার জন্য সব অংশের মানুষের সহযোগিতা কামনা করলেন তিনি।
রাজ্য
খার্চি পূজা ও মেলার প্রস্তুতি চূড়ান্ত
- by janatar kalam
- 2022-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this