জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীর আসনে থেকে সংবিধানের নিয়ম মেনে রাজ্যসভার সদস্য পদ থেকে এবার ইস্তাফা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সাথে দেখা করে নিজের পদত্যাগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। তাই সংবিধানের নিয়ম মেনে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তেফা না দিয়ে বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করতে পারছেন না মুখ্যমন্ত্রী। তাই নিয়ম মেনেই রাজ্যসভার সদস্য পদ থেকে সোমবার ইস্তফা দিলেন তিনি। আগামী ৮ জুলাই বিধানসভা ভবনে বেলা বারোটায় বিধায়ক হিসেবে শপথ নেবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। সোমবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অধ্যক্ষ।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোট প্রচারে রাজ্যে আসছেন বিজেপি সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। স্বল্প সময়ের সফরে এসে তিনি আগরতলায় একটি বেসরকারি হোটেলে রাজ্যের শাসক দল বিজেপি ও তার জোট শরিক দলের বিধায়ক ও সাংসদদের সাথে মিলিত হয়ে নিজের হয়ে ভোট চাইবেন। সোমবার এমনটাও জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
রাজ্য
বিধায়ক পদে মুখ্যমন্ত্রীর শপথ ৮ই
- by janatar kalam
- 2022-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this