2024-12-18
agartala,tripura
রাজ্য

উপনির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া মহাকরণে এল ডি ক্লার্ক নিয়োগের পরীক্ষা অবশেষে শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্য সরকার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মহাকরণে এল ডি ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে বিগত কয়েক মাস আগে থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন শুরু করে পরীক্ষার প্রস্তুতি। কমিশন প্রথমে পরীক্ষার দিন স্থির করে ১৯ জুন। কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করায় বাধ্য হয়েই পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার দিন পিছিয়ে দেয়। পরবর্তী সময়ে নতুন করে দিন নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে আগরতলা সহ রাজ্যের সব কয়টি জেলাতেই এক যুগে শুরু হয় গুরুত্বপূর্ণ এই পরীক্ষা।কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এদিন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন। প্রায় ৩৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী চাকুরীর প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সম্মুখীন হন।যা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের উদ্যোগে আয়োজিত লিখিত পরীক্ষায় এত বিশাল সংখ্যক পরীক্ষার্থী সম্ভবত প্রথম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service