2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মনিপুরে ভূমিধসে নিহত জোয়ান রাজ্যের বীর সন্তান। শোকের ছায়া গোটা বিশালগড় মহকুমা জুড়ে।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভাগ্য থাকে কপালে, মৃত্যু থাকে পায়ে। কথাটি বাস্তবে পরিণত হলো সঞ্জয় দেবনাথের ক্ষেত্রে। মনিপুরে ভূমিধসে মৃত্যু হল বিশালগড় বাইদ্যাদীঘি এলাকার জোয়ান সঞ্জয় দেবনাথের। সে টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিল। মনিপুর ননি এলাকায় একটি ক্যাম্পে কর্মরত ছিল। ২৮ তারিখ ভূমিধসে সেই ক্যাম্পে ৫৬ জনের মৃত্যু হয়। তার মধ্যে সঞ্জয় দেবনাথ একজন। ক্যাম্প থেকে শনিবার সকালে খবর আসে সঞ্জয়ের বাড়িতে। অত্যন্ত হৃদয়বিদারক এই খবর আসা মাত্রই পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়ে। সঞ্জয়ের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী নিপা দেবনাথ বার বার জ্ঞান হারিয়ে ফেলছিল। শনিবার দিন সকালে জ্ঞান হারিয়ে ফেলে নিপা দেবনাথ। তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় হাসপাতালে। সঞ্জয়ের ছোট্ট ছেলে এস রাজ দাদুর কূলে বসে হেসে খেলছে। কিছুই বুঝে উঠতে পারছে না সে। গোটা এলাকায় সঞ্জয় এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দিন সঞ্জয়ের মৃতদেহ বাড়িতে আনা হবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service