2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নাগেরজলায় নির্দেশ অমান্য করে চলছে যাত্রী উঠানামা। প্রশাসন কঠোর না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জেলাশাসকের নির্দেশকে অমান্য করেই প্রতিদিন ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে চলছে যাত্রী উঠানামা। এতে করে নির্দেশ পালনকারীরা পরিবহন শ্রমিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভে ফুঁসছেন
নাগেরজলার বাস ও ম্যাক্স চালকরা। প্রশাসনিক নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে, আগামী দিন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন নাগেরজলা স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা। জানা গেছে,রাজধানী আগরতলার বটতলা নাগেরজলা ব্যস্ততম সড়কে যান দুর্ঘটনার পাশাপাশি যানজট মুক্ত করতে সম্প্রতি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। এর মধ্যে অন্যতম ছিল ব্যস্ততম সড়কে দাঁড়িয়ে কোন ধরনের যানবাহন যাত্রী ওঠানামা করতে পারবে না। পশ্চিম জেলার জেলাশাসক নির্দেশিকা জারি করেই এই ঘোষণা দিয়েছিলেন। নির্দেশ মোতাবেক কিছুদিন ঠিকঠাক থাকলেও, পরবর্তীতেই নির্দেশ কলা পাতায় পরিণত। জেলাশাসকের নির্দেশের মান্যতা দিয়ে দক্ষিণ জেলাগামী বাস ও ম্যাক্স চালকরা নাগেরজলা স্ট্যান্ড থেকেই যাত্রী উঠানামা করলেও, অন্যান্য ছোট বড় যানবাহন গুলি দিব্যি রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করছে। এতে করে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন প্রশাসনিক নির্দেশ পালনকারীরা। যা কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না পরিবহন শ্রমিকরা। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভে ফুঁসছেন তারা। শনিবার বাস ও ম্যাক্স চালকরা সঙ্ঘবদ্ধভাবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। দক্ষিণ ত্রিপুরা জোনের বাস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল দেবনাথ এদিন জানান, নির্দেশ মোতাবেক প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, বাধ্য হয়েই তারা আগামীদিন সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তাই বিজ্ঞপ্তি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service